ঢাকা, রবিবার, ১৯ মে, ২০২৪

সাবেক স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, প্রযোজক নেতার বিরুদ্ধে মামলা

সাবেক স্ত্রীকে জোরপূর্বক আবারো বিয়ে করতে চাওয়ায় এবং ইন্টারনেটে অশ্লীল ভিডিওবার্তা ছড়িয়ে দেয়ার হুমকির কারণে প্রযোজক নেতা মো. ইকবালের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী তাহেরা ফেরদৌস জেনিফার।  এছাড়া মঙ্গলবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জেনিফারের ব্যবসায়িক মিটিংয়ে অপ্রীতিকর ঘটনা ঘটান ইকবাল। এ কারণেই আইনের আশ্রয় নিয়েছেন তাহেরা ফেরদৌস জেনিফার।


সাবেক স্ত্রীর এমন অভিযোগ প্রসঙ্গে ইকবাল বলেন, আমার বিরুদ্ধে জেনিফার যেসব অভিযোগ এনে জিডি করেছে তা সব মিথ্যা। গত মঙ্গলবার হোটেলে তার সঙ্গে আমার দেখা হয়েছে, কথার এক পর্যায়ে উচ্চস্বরে কথা কাটাকাটিও হয়েছে। কিন্তু আমি তার গায়ে কোনো হাত তুলিনি। এসব কিছু মিথ্যে, আমার বদনাম করার জন্যই এগুলো করা।


প্রযোজক নেতা আরো বলেন, জেনিফার অনেক দিন থেকেই আমাকে ব্ল্যাকমেইল করে আসছে। কিছুদিন আগে তার সঙ্গে আমার আদালতে দেখা হয়। তখন সে আমার কাছে ২০ লাখ টাকা দাবী করে। তাকে ২০ লাখ দিলে, সে সব মামলা তুলে নেবে। সে সংগীত পরিচালক ইমন সাহার সঙ্গে নতুন করে সংসার সাজাবে। তারা দু’জন দুজনকে পছন্দ করে, ভালোবাসে। মানে, ইমন সাহা ও জেনিফার বিয়ে করবে। আমি তার কথা শুনে, তাকে সাফ জানিয়ে দেই, আমি তাকে কোনো টাকা দেব না। এরপর থেকে সে নানাভাবে আমাকে চাপ প্রয়োগ করে আসছে। ওইদিন দেখা হওয়ার পর তার কাছে জানতে চেয়েছিলাম, কেন সে এসব করছে। এ নিয়েই আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। হ্যাঁ, আমি মানি রাগের মাথায় তার সঙ্গে উচ্চবাক্যে কথা বলেছি। কিন্তু তার গায়ে হাত তুলিনি।


বধুবার (২৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশান থানায় সাবেক স্ত্রীর জেনিফার বিরুদ্ধেও সাধারণ ডায়েরি করেছেন ইকবাল। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি গতকাল গুলশান থানায় তার বিরুদ্ধে জিডি করেছি। জিডিতে আমি সব উল্লেখ্য করেছি। কিভাবে সে আমাকে ব্ল্যাকমেইল করছে, ইমন সাহা ও জেনিফার বিয়ে করতে যাচ্ছে, আমার কাছ থেকে ২০ লাখ টাকা দাবি করেছে- সব কিছু।’

ads

Our Facebook Page